কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে সেকান্তর আলম নামে বিএনপি’র এক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুর দুইটার দিকে কমলনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সেকান্তর আলম কমলনগর উপজেলা বিএনপি’র প্রভাবশালী নেতা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন ছোট বেলা থেকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলের একজন কর্মী হয়ে কাজ করে যাচ্ছি। সকল আন্দোলন সংগ্রামে নিজে প্রথম কাতার থেকে নেতৃত্ব দিয়েছি। বিএনপি করে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অনেক নেতা-কর্মী মামলায় জর্জরিত হয়েছে। নিজের টাকা খরচ করে সেসব নেতা-কর্মীদের জামিনের ব্যবস্থা করেছি। জেলে থাকা নেতা-কর্মীদের পরিবারের পাশে থেকে সহযেগিতা করেছি। তবুও ধমে যায়নি।
তিনি বলেন, অনেক অসহায় নেতা-কর্মী প্রতিনিয়ত সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে, আমি তাদেরকে আমার সাধ্যমতো সমস্যার সমাধানের চেষ্টা করি। একটি সুবিধাবাদী গ্রুপ ধান্ধাবাজি, চাঁদাবাজি করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমাকে নিয়ে অপপ্রচার শুরু করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসময় তাঁর বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা পাবেনা বলে দৃঢ়তা প্রকাশ করেন এবং সাংবাদিক সহ সকল প্রশাসনিক সংস্থাকে তদন্ত করে সত্যতা বের করতে অনুরোধ করেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর হঠাৎ একটি গ্রুপ আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে যাচ্ছে। একের পর এক নাটক সাজিয়ে আমাকে বিএনপি থেকে দুরে সরিয়ে অবৈধ ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার মানক্ষুন্ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি’র কর্মী মো. রুবেল, মো. মিলন ও মো. জিহাদ প্রমুখ।

 
                    







 
                                     
                                     
                                    








