১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:৪৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে জামায়াতের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৪, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: উপজেলা জামায়াতের উদ্যোগে চারটি ইউনিয়নের চক্ষু রোগীদের কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে শনিবার ৭০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর প্রেরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা জামায়াত আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সাবেক আমীর ডা. নূরউদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন, পাটোয়ারী হাট ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুল আহাদ, সাহেবেরহাট ইউনিয়ন সভাপতি মাস্টার মো. লোকমান হোসেন প্রমুখ।

এর আগে ইউনিয়ন পর্যায়ে পৃথক ক্যাম্প করে চোখের ছানি পড়া রোগীদের নির্নয় করে অপারেশনের জন্য বাছাই করা হয়। এতে ১৫০ জনের মধ্যে প্রথম ধাপে ৭০ জনকে প্রেরণ নিশ্চিত করে।

উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন জানান, সকল রোগী ও রোগী প্রতি একজন এটেন্ডেন্ট সহ সকলের যাতায়াত, থাকা-খাওয়া, চিকিৎসা ও ঔষধ খরচ মিলিয়ে প্রায় ১২ লক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে। বিভিন্ন পর্যায়ের অনুদানের টাকায় এ ব্যয় নির্বাহের ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন তিনি।

এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যতিক্রমী কার্যক্রমকে ঘিরে সংশ্লিষ্ট পরিবার ও সর্ব মহলে প্রশংসনীয় উদ্যোগ বলে সাড়া যুগিয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত