মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল , কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী কায়দায় ডাকাতির করে ঘরে মাটির নিচে রাখা স্বর্ণলুট ও দুর্র্ধষ ডাকাতির অভিযোগ উঠে। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের করইতোলা বাজারের পশ্চিমে আজাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ঘরে থাকা মেয়ে রুনা আক্তার ও নুপুর জানান, গত রাতে আনুমানিক আড়াইটায় একদল যুবক শ্রেণির ডাকাত তাদের ঘরে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে ফেলে। তাদের উপর অস্ত্রের নির্যাতনে ঘরের কোথায় টাকা, স্বর্ণ অলংকার আছে জানতে চায়। তারা বলতে না চাওয়ায় তাদের ব্যাপক মারধর করে। ঘরের নির্মিত টয়লেট ও মেঝের মাটির নিচে পুতে রাখা প্রায় ৮ভরি স্বর্ণ তুলে নেয় ডাকাতদল। এবং প্রায় ৩০হাজার টাকা নগদ ও মোবাইল ফোন নেয়। ডাকাতদল যাওয়ার সময় তাদের ঘরে থাকা লেপ-তোষক-বালিশ, কম্বলসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট করে রেখে যায়। তাদের প্রায় ১০লাখ টাকা ডাকাতি হয়।
সরেজমিনে দেখা যায়, নতুন একতলা বিশিষ্ট্য বিল্ডিং এর কাজ চলছে। ঘরের মেঝেতে বিভিন্ন জিনিসপত্র অগোছালো পড়ে রয়েছে। ঘরের ভিতরে টয়লেট ও মেঝেতে মাটি খোড়া দেখা যায়। পরিবারের লোকজন বির্মষ অবস্থায় কান্নাকাটি করছে।
উপজেলা থানা কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ডাকাতির বিষয়ে জেনেছি। থানা কার্যক্রম চালু হলে অভিযোগের ভিত্তিতে কাজ চলছে।


 
                    







 
                                     
                                     
                                     
                                    








