১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:১৫ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কারাগারের ভেতরে আওয়ামী লীগের সাবেক এমপি এনামুলকে পিটুনি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: কারাগারের ভেতরে হামলার শিকার হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হক। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কয়েকজন কয়েদি তাকে পিটুনি দেন বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জানতে চাইলে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, সন্ধ্যার দিকে সাবেক এমপি এনামুল হককে জরুরি বিভাগে নিয়ে আসেন কারা পুলিশ সদস্যরা। এসময় তার কপালে ক্ষত পাওয়া যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে সেলাই লাগেনি। চিকিৎসা শেষে জরুরি বিভাগ থেকেই তাকে ফের কারা পুলিশ সদস্যরা নিয়ে যান।

এ বিষয়ে জানতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) রত্না রায়ের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

পরে ডিআইজি প্রিজন কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাবেক এমপি এনামুল হক অসুস্থ বলে শুনেছি। এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়েছে কি না জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া লাগবে।

তবে রাজপাড়া থানার উপ-পরিদর্শক কাজল নন্দী জানান, সন্ধ্যার সাবেক এমপি এনামুল হককে কারাগার থেকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তিনি জানিয়েছেন, কারাগারের ভেতরে তার ওপর কয়েকজন কয়েদি হামলা করেন। তখন ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তার মাথায় জখম হয়।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের সাবেক এমপি এনামুল হক। পরে ১৬ সেপ্টেম্বর রাজধানীর আদাবরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ২৩ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হয়। এসময় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক হাদিউজ্জামান।

এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

কুলিয়ারচরে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ইটনায় এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

নান্দাইলে পিতার হত্যাকারীদের বিচারের দাবীতে কন্যার সাংবাদিক সম্মেলন

নান্দাইলে বিএনপি’র চার গ্রুপের পৃথক পৃথক শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র‌্যালী

কমলনগর মডার্ন হাসপাতাল প্রাঃ এর বর্ষপূর্তি উদযাপন

স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

সরারচর বাজারে সিন্ডিকেটের রাজত্ব: কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার

রামগতি ভোলা নৌ-রুট বেপরোয়া চাঁদাবাজিতে বন্ধের পথে

পাকুন্দিয়ায় ৮৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪