সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ব্যাপক উৎসাহ-ঊদ্দিপনা ও জমকালো আয়োজনোর মধ্যে দিয়ে কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩০ তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ২০২৫ সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ শহরের ডক্টরস মিলনায়ত ভবন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলোয়াত করেন কিশোরগঞ্জ কোর্ট মসজিদ ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।
আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ।
কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও অর্থ সম্পাদক, বাংলাদেশ ইট প্রস্তুতকারী কেন্দ্রীয় মালিক সমিতি, ঢাকা আলহাজ¦ হাফেজ মোহাম্মদ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী কেন্দ্রীয় মালিক সমিতির সম্মানিত সভাপতি ফিরোজ হায়দার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর মোল্লা, কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান (জিএস শরীফ)।
কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি ইটভাটা মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা, মুন্সিগঞ্জ আটভাটা মালিক সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, নারায়নগঞ্জ ইটভাটা মালেক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, কিশোরগঞ্জ কাস্টম এন্ড ভ্যাট কর্মকর্তা আবদুর রাজ্জাক, সাংবাদিক মোস্তাফা কামাল, বীরমুক্তিযোদ্ধ ও ইটভাটা মালিক সমিতির নির্বাচন কমিশনার আলাউদ্দিন মাস্টার সহ প্রমূখ।
সভায় আমন্ত্রিত অতিথিসহ ২ শতাধিক সদস্য বৃন্দের প্রীতিভোজ শেষে র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।


















