১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:০৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ শুভ উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৫, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করেছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারজানা আলম ।

সোমবার (২৪ জুন, ২০২৪) বিকেলে কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ ব্যিালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোজাম্মেল হক, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা ক্রীড়া সংস্থার প্রচার সম্পাদক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক আলি হায়দার, সালুয়া ইউনিয়ন পরিষদ সদস্য হারিছ ভূইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. শফিকুল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। খেলা পরিচালনায় ছিলেন, ইমতিয়াজ রীমন, লিংকন ও নিহাদ।

উদ্বোধনী খেলায় ”ক” গ্রুপে উপজেলা প্রশাসন বনাম গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের খেলায় উপজেলা প্রশাসন ওয়াকওভারে জয়ী। “খ” গ্রুপে ছয়সূতী ইউনিয়নকে ট্রাইবেকারে হারিয়ে সালুয়া ইউনিয়ন পরিষদ জয়ী হয়। অপরদিকে “গ” গ্রুপে উসমানপুর ইউনিয়নকে ট্রাইবেকারে হারিয়ে কুলিয়ারচর পৌরসভা জয়ী হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও পৌরসভাসহ ৬ ইউনিয়নের মোট ৮ টি দল অংশগ্রহণ করছেন ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া বলেন, তরুণদের মাদকাসক্ত থেকে বিরত রাখতে এবং একজন ভালো খেলোয়াড় গড়ে তোলে দেশের খ্যাতি অর্জন করতে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। এছাড়াও উপস্থিত তরুণদের দেশীয় খেলাধুলা ও সংস্কৃতি ধরে রাখার প্রতি আহবান জানান তিনি । তিনি আরো বলেন, খেলাধুলার পাশাপাশি আমাদেরকে একজন ভালো মানুষও হতে হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে জারিরদোনা খালের উচ্ছেদ অভিযান শুরু

পত্নীতলায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ

রামগতিতে বেলালের পোল্ট্রি খামারে জনজীবনে চরম দূর্ভোগ

পাকুন্দিয়ায় মাদরাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে নগদ টাকা ও জমি আত্মসাতের অভিযোগ; সংবাদ সম্মেলনে ভুক্তভোগী

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে আলোচনার শীর্ষে সফিকুল ইসলাম

নোয়াখালীতে কাজী ফার্মের বিরুদ্ধে পরিবেশ ও শব্দ দূষণের অভিযোগ

রামগতিতে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে বিএনপি’র প্রতিনিধি দল

চর পোড়াগাছা ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ছেলে খায়রুল কবির এনসিপি’র কেন্দ্রীয় নেতা