মো. নোমান হোসেন, লক্ষ্মীপুর সদর প্রতিনিধি: লক্ষীপুর জেলার সদর উপজেলার নতুন তেয়ারীগন্জ ও কুশাখালীতে আইনের তোয়াক্কা না করে ব্যাপক হারে চলছে ফসলি জমির উপরি ভাগের টপ সয়েল নিধন। প্রশাসন থেকে বিভিন্ন রকম ভাবে নিষেধ করা হলেও এবং মাটি কাটার কারণে মাটি ক্রেতা বিক্রেতা উভয়ের জরিমানার হুশিয়ারি দিলেও মানছে না কেউ।
স্হানীয়রা জানান রাজনৈতিক ছত্রছায়ায় যখন যে দল আসে সে দলের লোক জন মাটি খেকোতে পরিনত হয়। রাজনৈতিক প্রভাবের কারণে মাটি কেয়ারিং বন্ধ হয় না। আবার মাটির অবৈধ ট্রাক্টর গাড়ির চলাচলের কারণে মানুষের চলাচলের রাস্তা একেবারে চলাচলের অনুপুযোগি হয়ে পড়ছে। প্রতি নিয়ত ঘটছে দূর্ঘটনা। নষ্ট হচ্ছে পরিবেশ। সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বলাই। গাছগাছালি, ফুল ফলের গাছ মরে গিয়ে মরুভূমিতে রুপান্তর হচ্ছে পরিবেশ। যেন দেখার কেউ নেই।
জনসাধারণের ভাষ্য ও চেয়ারম্যানের ভাষ্য মতে মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসন লোকদেখানো অভিযান পরিচালনা করে। তারা মাটি কাটা বন্ধের জন্য স্হায়ী কোন প্রদক্ষেপ না নেওয়া দিন দিন মাটি খেকোরা বেপরোয়া হয়ে উঠছে। আবার কেউ কেউ জানান এরকম চলতে থাকলে এসব এলাকায় কিছু দিনের মাধ্যমে বসবাসের অযোগ্য হয়ে যাবে। অতি দ্রুত মাটি কাটা ও অবৈধ ট্রাক্টর বন্ধে এবং এসব কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানান।


















