১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১১:২১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের হাতে রোগী লাঞ্চিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২২, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে হাসপাতালের ডাক্তার কর্মচারীদের মধ্যে ভাগ বাটোয়ারার অভ্যন্তরীণ কোন্দলের জেরে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ গোলাম সরোয়ারের হাতে এক রোগীকে লাঞ্ছিত ও নির্যাতনের ঘটনা ঘটেছে। চিকিৎসা নিতে আসা ভূক্তভোগী আবু রায়হান (১৭) ও তার পিতা মো. জামাল মাঝি মাতা ফরিদা বেগমের সাথে এ অসদাচরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের রোগীসহ স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী জামাল মাঝি জানান, তার ছেলে আবু রায়হান দীর্ঘদিন জ্বরে ভুগছেন। রোববার (১৭ মার্চ) রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান আবু রায়হানকে। এর আগে তিনি ডা. মো. শাহ আবদুল্লাহ আল মাছুমের ব্যবস্থায় স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন পরীক্ষা করান। এ ক্ষোভে সোমবার ভর্তিকৃত আবু রায়হানের চিকিৎসা পত্রাদি দেখে তার কাগজপত্র ছুঁড়ে ফেলে দেন কথিত আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ গোলাম সারোয়ার। এসময় রোগীসহ তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঞ্ছিত করেন তিনি।

জানাযায়, ডা. গোলাম সরোয়ার খন্দকার ডায়াগনষ্টিক নামের অন্য আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট রোগী দেখেন।

বিশ্বস্তসূত্রে জানা যায়, দ্বীর্ঘদিন থেকে অফিস সহকারী আবদুর রহমান ডাক্তার গোলাম সারওয়ার সহ কয়েকজনের একটি সিন্ডিকেট হাসপাতালের ঔষধপত্র সহ বিভিন্ন খাতের টাকা লুটেপুটে খাচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন, রোগী আবু রায়হানের সাথে কিছু হয়নিতো। তিনি সাংবাদিককে অফিসে যাওয়ার অনুরোধ করে মুঠোফোনের লাইন কেটে দেন।

এবিষয়ে রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার বলেন, হাসপাতালে আসা রোগী আবু রায়হানের বাবা জামাল মাঝি ও মা ফরিদা বেগমকে লাঞ্ছিতের বিষয়টি দুঃখ জনক। সরকারি হাসপাতালে এমনকাজ কখনই কাম্য নহে। বিষয়টি আমাদের দুজন ডাক্তারের মাঝে ভুল বুঝাবুঝি। হাসপাতালে বসেই আমরা এটি মীমাংসা করে নেবো বলে জানান ওই কর্মকর্তা।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর জানান, হাসপাতালে আসা রোগীকে লাঞ্ছিত ও নির্যাতনের বিষয়টি শুনেছি। তবে তদন্তে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

করিমগঞ্জে ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহীতে জমেছে পশুহাট লাখের নিচে মিলছে না কোরবানিযোগ্য গরু

পাকুন্দিয়ায় শ্রমিক লীগের ইফতার ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালিত

রামগঞ্জে ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাবা জেলা পরিষদের চেয়ারম্যান

কাপ্তাই উপজেলা আওয়ামী পেশাজীবি লীগের ঈদ পূর্নর্মিলনী অনুষ্ঠিত

তাড়াইলে অযত্ন ও অবহেলায় বিলিন হয়ে যাচ্ছে একমাত্র শিশু পার্ক

পাকুন্দিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রামগতির ইউএনও’র সাথে স্কাউটদের মতবিনিময়

পাকুন্দিয়ায় আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পুলিশের মতবিনিময়