২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:০৮ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ মেধা যাচাই বৃত্তি ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২৭, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় নির্বাচিত সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ) সকাল ৯ টায় আলেকজান্ডার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ মেধা তালিকার ৩০ জনকে এ পুরস্কার বিতরণ করা হয়।

১ম স্থান অর্জন করেন চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র মো. সাঈদ। তিনি নগদ ১০ হাজার টাকা পুরস্কার ও সনদ পান, ২য় স্থান অর্জন করেন আলেকজান্ডার কচি কন্ঠ কিন্ডারগার্টেনের ৫ম শ্রেনীর ছাত্র রাফিদ ইনাম তিনি নগদ ৫ হাজার টাকা ও সনদ পান, ৩য় স্থান অর্জন করেন চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সাবিহা তাবাসসুম নাবিলা তিনি নগদ ৩ হাজার টাকা ও সনদ পান।

গত ১৭ ডিসেম্বর আলেকজান্ডার প্রযুক্তি স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত পরীক্ষায় ৪৬০ জন প্রতিযোগী পরীক্ষা অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে উত্তর পত্রের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় স্থান অর্জনকারী এবং চতুর্থ থেকে ৩০তম স্থান অর্জনকারীদের সনদ ও বিশেষ পুরস্কার দেওয়া হয়।

আলেকজান্ডার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম বিএসসি, বিদ্যালয়ের পরিচালক ও বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা মো. জোবায়ের হোসেন তালুকদারের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ ফখরুল ইসলাম মিহির, আলেকজান্ডার বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সামছুল বাহার খন্দকার, চর আবদুল্লাহ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ আ ন ম আবদুল হাকিম, বালুর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম, আলেকজান্ডার মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন, আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার, চর রমিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ওসমান, রামগতি স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ আহমদ, চরডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, মো. মেহেদী, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবু সায়েদ, স্কুলের পরিচালক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান, বিশিষ্ট সমাজসেবক তসলিম উদ্দিন প্রমুখ।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ ফখরুল ইসলাম মিহির জানান এবারেই প্রথম তারা এ বিশেষ মেধা যাচাই পরীক্ষা নিচ্ছেন ভবিষ্যতেও তারা কার্যক্রম চালিয়ে যাবেন মেধা যাচাইয়ে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি আগ্রহ জাগে তার ভিত্তিতে তারা ভবিষ্যৎ গড়তে স্বপ্ন দেখে আমরা সেই কাজটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।

সর্বশেষ - রামগতি উপজেলা