৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ২:৩২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

রামগতির মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৫, ২০২৫ ১১:০২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: চাঁদপুরের ষাটনল থেকে মেঘনা নদীর চর আলেকজান্ডার পর্যন্ত ১শত কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম হিসেবে ঘোষনা করেছে সরকার। লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ইলিশের প্রজনন বৃদ্ধি, মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন সকল ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

এনিষেধাজ্ঞা আগামী ৪ অক্টোবর মধ্যরাত থেকে কার্যকর হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত ২২ দিন চলবে। মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে নদী থেকে যে কোন ধরনের সামুদ্রিক মাছ আহরণ, পরিবহন, মজুদ, সংরক্ষণ, বাজারজাতকরণ, বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আইন কার্যকরে জেলেদের সচেতন করার জন্য উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে, হাট বাজারে এবং মাছঘাট সমূহে প্রচার, প্রচারনা, মাইকিং, পোষ্টারিংসহ নানান ধরনের প্রচার প্রচারনা করা হয়েছে। মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে জেলেদের নিয়ে করা হয়েছে সচেতনতামূলক সভা।

এবিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান জানান, সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে। এ সময় জেলেদের ভিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা করা হবে। মৎস্য আহরণ নিষিদ্ধের এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা সহ শাস্তির বিধান রয়েছে। আইন কার্যকরে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ বাহিনী, কোষ্টগার্ড, নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মেঘনা পাড়ের জেলেরা জানায়, দেশের সম্পদ সুরক্ষায় এবং রুপালী ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নেয়া পদক্ষেপের সাথে একমত পোষন করে আমরা মাছ ধরা বন্ধ রেখেছি।

বিজ্ঞজনদের মতে, চাঁদপুরের ষাটনল থেকে মেঘনা নদীর চর আলেকজান্ডার পর্যন্ত ১শত কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম হিসেবে ঘোষনা করেছে সরকার তবে নদী ভাঙ্গণ, দ্বীপচরের সৃষ্টি ও অসংখ্য ডুবোচরের কারণে এ সীমারেখা কখনো স্থায়ী হতে পারেনা। তাছাড়া রামগতির মেঘনা নদীতে অসংখ্য ডুবোচরের কারণে এ নদীতে আশংকাজক হারে কমে গেছে ইলিশের বিচরণ ও প্রাপ্যতা।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা