ইটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উৎযাপন

এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দূর্ঘটনা দূর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় জেলার ইটনা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উৎযাপন করা হয়।
দিবসের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ইটনা উপজেলার ফায়ার সার্ভিস অফিসের মাঠে জাতীয় ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর পতাকা উত্তোলন করেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার।
পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং সদস্যদের প্যারেড পরিদর্শন করার পর এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুশফিকুর রহমান সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন সদস্য স্থানীয় সাংবাদিক এলাকার গন্যমান্য ব্যক্তি ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহণ করেন।
সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনার পর দিবসের কর্মসূচী সমাপ্ত করা হয়।