২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৩:৪৯ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২৮, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের আলোচনা সভা ও প্রবাস ফেরত সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় করিমগঞ্জ বাজার অস্হায়ী কার্যালয় হাজী মার্কেটে উপদেষ্টা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সারোয়ার আলম এর সভাপতিত্বে ও উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ইসলামী ব্যাংক করিমগঞ্জ শাখার ব্যাবস্হাপনা পরিচালক খাইরুল ইসলাম এর সঞ্চালনায় ৬ জন প্রবাস ফেরত সদস্যর মাঝে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, করিমগঞ্জ প্যারাডাইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন সরকার, তাড়াইল সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব উমর ফারুক, করিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহারিয়া আলম শাহীন, করিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাহবুব আলম খোকন, সহ-সভাপতি শরাফ উদ্দিন ফুল মিয়া, কিশোরগঞ্জ মাথিয়া ই ইউ ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব ক্বারী মাওলানা ইসমাঈল হোসেন মুফিজী, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রবাস ফেরত করিমগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী সোহাগ ইবনে আব্দুল হামিদ, করিমগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী রেদওয়ান আহমেদ হৃদয়, তাড়াইল উপজেলার মালয়েশিয়া প্রবাসী ইমতিয়াজ আহমেদ ভুঁইয়া, তাড়াইল উপজেলার দুবাই প্রবাসী সোহেল রানা, তাড়াইল উপজেলার কাতার প্রবাসী মোবারক হোসেন ও তাড়াইল উপজেলার সৌদি আরব প্রবাসী আজহারুল ইসলামকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৩ সালে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন আত্মপ্রকাশ করে। বর্তমানে উক্ত সংগঠনের ২৫০ জন সদস্য রয়েছে। প্রবাসীদের সার্বিক কল্যাণ ও মঙ্গলের জন্যই উক্ত সংগঠনের আত্মপ্রকাশ ঘঠেছে।

বক্তারা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, প্রবাসী অসুস্থ শ্রমিকদের দেশে পাঠানোর ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে।

প্রবাসীরা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করার প্রক্রিয়া আরও সহজ করতে হবে। পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ করতে হবে। যেসব প্রবাসীর সন্তানরা বিদেশে জন্মগ্রহণ করে, তাদের জন্মনিবন্ধনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে নিতে হবে। তারা বলেন, বিমানবন্দরে প্রবাসীদের এক কাপ চা বা কফি দিলে কত টাকা খরচ হয় প্রবাসীদের আমরা দেশের জন্য ত্যাগ করতে বলি। প্রবাসীদের জন্য বিদেশে বিমার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর প্রিমিয়াম একটু বেশি। এর পরও আশার কথা হলো মধ্যপ্রাচ্যের অনেক দেশে চাকরিদাতা বীমার প্রিমিয়াম দিয়ে দেয়।

‘চলবো মোরা একসাথে-জয় করবে দারিদ্র্যতাকে’ উক্ত শ্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি প্রবাসী হাজী আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক উমর ফারুক তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, উক্ত সংগঠনটি কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত। সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করে আলোচনা সভা শেষ করা হয়।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর