এ সরকারের আমলেই তিন হাজার একশত কোটি টাকার মেঘা প্রকল্পে বাঁধ নির্মাণ হচ্ছে—পানি সস্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন হয়। এ সরকারের আমলেই মেঘনা নদী ভাঙ্গণ প্রতিরোধে দৃষ্টি নন্দন বহুমূখী প্রায় ১০কিলোমিটার মেঘনা নদীর তীর সংরক্ষণ বেড়ি বাঁধ নির্মাণ হয়েছে। কথাগুলো বলেন বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক’ এমপি।
বৃহস্পতিবার (১০নভেম্বর) সকালে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মুন্সির হাটে মেঘনা নদীর তীর সংরক্ষণ বেড়ি বাঁধের কাজ পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।
মেঘনা নদীর ভাঙ্গণ কবলিত এলাকায় নদীর তীর সংরক্ষণ বেড়ি বাঁধের কাজ পরিদর্শন শেষে স্থানীয়দের আয়োজনে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক’ এমপি ও স্থানীয় সাংসদ বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব মেজর (অব:) আবদুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খাঁন, পানি সম্পদ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস, উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, যুবলীগ সাধারণ সম্পাদক শাহ মো. রাকিব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, বিএনপি’র মানুষ মারার রাজনীতি পুরনো তারা এখন মানুষকে মরার ও মারার নতুন অগ্নি সন্ত্রাসে মেতে উঠেছে আর আমরা উন্নয়নে বিশ^াসী তাই মেঘনা নদীর বাকি প্রায় ৩৭ কিলোমিটার বাঁধ নির্মাণ কাজের তিন হাজার একশত কোটি টাকা বরাদ্দ হয়ে একযোগে পুরো কাজ উদ্বোধন করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে এক সাথে পুরো কাজ শেষ করা হবে আশারাখি ইনশাল্লাহ।
এছাড়া মন্ত্রী একই দিন কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট ও রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চৌধুরী পাড়া, চর গাজী ইউনিয়নের বয়ার চর এলাকায় নদী তীর সংরক্ষণ বাঁধের কয়েকটি প্যাকেজের কাজ পরিদর্শন করেন।