১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ দুপুর ১২:৪৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৫, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ নং চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি ইউসুফ আলী মিয়ার দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার সকালে চর মার্টিন ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মুন্সির হাট বাজারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করতে দেখা গেছে। এসময় নারীদের হাতে ঝাড়ু ও চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে হাতে প্লেকার্ড দেখা গেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন চর মার্টিন ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ তারেক রহমান রকি। আরো বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগীদের পক্ষে মো. মারুফ, মো. আবদুল্লাহ আল নোমান ও কুলসুম আক্তার। বক্তারা দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে তার পদত্যাগ ও দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, গত ১০ দিন থেকে চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন। নাগরিক সনদ, জন্মনিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় ভয়াবহ দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন, তার মত অযোগ্য, দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যান আমরা চাই না। অতিসত্বর তাকে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে তার বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।

ওই ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. তারেক রহমান রকি (মেম্বার) বলেন, চেয়ারম্যান পরিষদকে পরিবারতন্ত্র করে ফেলছে। পরিষদের ১২ জন মেম্বারের কোন মুল্য নাই তার কাছে, আমরা কেউ কোন কথা বলতে পারিনা। উদ্যোক্তার যায়গায় তার ভাইকে বসিয়ে নাগরিক সনদ, জন্মনিবন্ধনে ৩০০ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার এমনকি এক জন্মনিবন্ধনে ৩৬ হাজার টাকা পর্যন্ত নিয়েছে এই চেয়ারম্যান। পরিষদের শুরু থেকে এখন পর্যন্ত ২৭ মাসের কোন বেতনভাতা আমরা পাইনি।

চেয়ারম্যান মাতৃত্বকালীন ভাতা প্রতি ১০ হাজার,ভিজিডি কার্ড প্রতি ৭ হাজার টাকা নেওয়ার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, প্রতিবছর ৩১৪ টি লেবারের সিমেকার্ডে আসা কর্ম সৃজন প্রকল্পের ১ কোটি ৮ লক্ষ টাকা আত্মসাৎ করেন চেয়ারম্যান। রাস্তার কোনো কাজ করেননা। জনগণ বর্ষায় এখন রাস্তা দিয়ে হাটতে পারেনা। তিনি ও তার ছেলে আল আমিন লুটপাট করে আলিশান বাড়ি ও কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। ৩০ লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করেন এই চেয়ারম্যান।

অবিলম্বে চেয়ারম্যানকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষ করেন ।

এ বিষয়ে ৭ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আবু মিয়া জানান, চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। জনগণের দুর্ভোগের মধ্যে আছে।

এ বিষয়ে জানতে চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া ভাইকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, চেয়ারম্যান দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত সেটা জানি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিবো।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত