মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চর কালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফেব্রুয়ারি (৮ বৃহস্পতিবার) ২০২৪ইং বেলা ১১ ঘটিকায় বিদ্যালযের হল রুমে সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত।
বিশেষ অতিথি ছিলেন উত্তর পুর্ব চর জাঙ্গালীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক সাংবাদিক মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চর পাগলা পাটোয়ারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুরাইয়া আকতার, চর পাগলা দোঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেলাল হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
পরিশেষে ৫১ জন পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা ও তাদের জন্যে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।