১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:৫১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে বন্যা দুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বন্যা দুর্গত এলাকায় জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন হাই-কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

শনিবার সকাল থেকে চরকাদিরা এলাকার ৪ নাম্বারে মিফতাউল উলুম কাওমী মাদ্রাসা ও এতিম খানা মাঠে এবং পাশ্ববর্তী আন্ডারচর এলাকার চৌধুরী বাজারে এ ক্যাম্প করা হয়। ওই দুই ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. সোহেল রানা। সার্বিক সহযোগিতায় ছিলেন হাইকেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্বত্ত্বাধিকারী মো. জামাল উদ্দিন। ওই সব ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।

হাই-কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্বত্ত্বাধিকারী মো. জামাল উদ্দিন বলেন, দীর্ঘ দিন থেকে বন্যাদুর্গত এলাকায় মানুষ পানিবন্দি হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। মানবিক দিক বিবেচনা করে আমরা বন্যার্তদের পাশে দাড়িয়েছি। ওই সময় তিনি যার যার অবস্থান থেকে বন্যা দুর্গত মানুষের পাশে থাকার অনুরোধ করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা