মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চর কাদিরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কাসেম (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) বিকেলে সময় ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম চর কাদিরা গ্রামের রফিক উল্লার ছেলে। সে ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।
চর কাদিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক জানান, কৃষক আবুল কাসেম বিকালে টমেটো খেতের জমে থাকা পানি পাম্প দিয়ে নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট ঘটনাস্থলে মারা যায়।