মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কমলনগর প্রেসক্লাব এ সংবর্ধনার আয়োজন করে।
এ সময় সাংবাদিকদের মধ্যেই উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সহসভাপতি আরিফুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মো. ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহিম, তথ্য ও গবেষণা সম্পাদক মো জামাল উদ্দিন, সদস্য মোশারফ হোসেন হাওলাদার ও মো ইব্রাহিম প্রমুখ। এর আগে বুধবার রাতে উপজেলার অফিসার্স ক্লাবও তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
জানাযায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ২০২২ সালের ৫ই ডিসেম্বর এ উপজেলায় ইউএনও হিসেনে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি ঘুষ-দুর্নীতির উর্ধ্বে থেকে যেকোন বিপদ-আপদে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে তিনি বন্যাকালীন সময়ে বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা করেছেন। যার কারণে তিনি কমলনগরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
গত বছরের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ উপজেলা থেকে তাকে লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হতে হিসেবে পদায়ন করা হয়।