কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ভিপি শফিক

মো. মনজুরুল হক মঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হচ্ছেন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পাকুন্দিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি ৭ নং নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক।
জানা যায়, ঘোষিত তফসিল মোতাবেক কিশোরগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে ১৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৮ সেপ্টেম্বর বাছাই, ১৯-২১ সেপ্টেম্বর আপিল, ২২-২৪ আপিল নিষ্পত্তি, প্রত্যাহার ২৫ শে সেপ্টেম্বর, প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।
ভিপি শফিকের রয়েছে রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস, সকল গণআন্দোলনের তার ছিল বলিষ্ঠ নেতৃত্ব এবং সরব উপস্থিতি। এছাড়াও এলাকার আঞ্চলিক সমস্যা মানুষের সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে রেখেছেন অনন্য ভূমিকা।