২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১০:২৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. ঢাকা
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নেত্রকোনা জেলা
  11. নোয়াখালী জেলা
  12. ফরিদগঞ্জ
  13. ফেনী জেলা
  14. বিনোদন
  15. ভোলা জেলা

কুলিয়ারচরে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর থেকে: কুলিয়ারচরে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ডুমরাকান্দা বাজারে অভিযানের সময় বিভিন্ন দোকানীদের সতর্কসহ আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ সেপ্টেম্বর, ২০২৪) দুপুরে উপজেলার ডুমরাকান্দা বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মোড়ক বিহীন পণ্য বিক্রয়, ফ্রিজে পঁচা খাবার সংরক্ষণ করা, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন ও আর্থিক জরিমানা করা হয় ।

অভিযানে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ, ভোক্তা অধিকারের সহকারী ইন্সপেক্টর আবুল কাসেম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর সাঈম খান সাথিলসহ পুলিশ সদস্যরা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য এ অভিযান অব্যাহত থাকবে ।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা