১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:৫৯ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৩, ২০২১ ১১:৫৩ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর ইউপি নির্বাচনে আচরণ বিধি লংঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী ও তিন জন সাধারণ সদস্য প্রার্থীকে মোট চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর, ফরিদপুর ও উছমানপুর ইউনিয়নে পৃথক স্থানে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) ও মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নয় জন প্রার্থীকে দশ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক নির্বাচন সুষ্ঠুভাবে সমাপ্ত করার লক্ষ্যে নির্বাচনের আচরণ বিধি প্রতিপালনে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, নির্বাচন আচরণ বিধি লঙ্গন করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর কুলিয়ারচর উপজেলায় ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন ও সাধারণ সদস্য পদে ১ শত ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার ৯৮ হাজার ৭ শত ৫১ জন এতে পুরুষ ৫০ হাজার ১ শত ১৯ জন ও নারী ভোটার ৪৮ হাজার ৬ শত ৩২ জন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত