মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এই ঘটনায় আরও দুই মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে।
আটককৃত নারী মাদক ব্যবসায়ী মোছা. রহিমা খাতুন (২৫) কুলিয়ারচর উপজেলা ভাটি জগৎচর (উত্তর পাড়া)’র মো. হাকিম মিয়ার স্ত্রী।
বুধবার (৩০ মার্চ) দুপুরে কুলিয়ারচর থানায় আটককৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলা নং ১৮ তারিখঃ ৩০/০৩/২০২২।
জানাযায় মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাটি জগৎচর এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে সাত কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় আরও দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী একজন তার স্বামী ও অপরজন তার দেবর।
এবিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো ডলারেন্স। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।