আলী রহমান, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম হাওরের মাটি পাচার হচ্ছে নারায়নগঞ্জের বিভিন্ন ইটের ভাটায়। অথচ মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণ ২০১৩ সালের ৫৯ নং আইনের ৫ ধারা অনুযায়ী কোন ব্যক্তি ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষি জমি হতে মাটি কাটা বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসাবে ব্যবহার করতে পারবে না।
এলাকাবাসীর অভিযোগ, ভূমিদস্যুরা বিভিন্ন ইটের ভাটায় প্রতিদিন পঞ্চাশ হাজার টাকার চুক্তিতে এ মাটি বিক্রি করছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে সরেজমিনে উপজেলার কাস্তুল ইউনিয়নের মান্দা হাওরে গিয়ে দেখা যায়, সবুরের ভাঙ্গা খালের উত্তর-পূর্ব পারে একটি ভিকু দিয়ে অনবরত বোরো ধানের ফসলী জমি কেটে গর্ত করে এ মাটি ট্রাকে বহন করে মান্দা হাওর এলাকার সবুরের ভাঙ্গা খালের পারে স্তুপ করে রাখা হচ্ছে। এবং অন্য একটি ভিকু দিয়ে নৌকায় উঠিয়ে দেশের বিভিন্ন স্থানে ইটের ভাটায় পাচার করা হচ্ছে।
পার্শ্ববতী ভুক্তভোগি জমির মালিকগণ জানান, পাশের জমি থেকে ভিকু মেশিনে মাটি কাটার ফলে কিছুদিন পর আমাদের জমি ভেঙ্গে পরার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এ মাটি পাচারের ফলে ফসলী জমি দিনদিন আরও নিচু হচ্ছে বলে আগাম বন্যায় ফসল ডুবে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই দ্রুত এ অবৈধ মাটি কাটা বন্ধ করা প্রয়োজন।
উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার এ প্রতিনিধিকে জানান, বোরো ধানের প্রাণ হচ্ছে জমির উপরের অংশ। জমির উপরের পলি মাটি কেটে নিয়ে গেলে কখনই ভাল ফলন আশা করা যায় না। তাছাড়া কেটে নেয়া মাটির গর্তে জলাবদ্ধতা সৃষ্টিসহ আগাম বন্যায় ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান এ প্রতিনিধিকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তাদের বিরুদ্ধে ষ ব্যবস্থা নেওয়া হবে।

 
                    







 
                                     
                                     
                                     
                                    








