মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে আবদুল মন্নাছের কন্যা লাকি আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী রোববার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায় লাকি খুবই শান্ত স্বভাবের লাজুক মেয়ে। সে স্থানীয় খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজে পড়াশোনা করতো। গতকাল বিকালে পরিবারের লোকজন বাড়িতে না থাকায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দেয়। তার মা বাড়িতে ফিরে এসে দেখতে পায় ঘরের দরজা খোলা মেয়ে ঝুলঁছে ফাঁসে। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে নীচে নামিয়ে আনে। ততক্ষণে লাকি আক্তার মারা যায়।
কিন্তু সে ঠিক কি কারণে ফাঁস দিয়েছে এবিষয়ে সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। তার বাবা জানায় সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিল তার চিকিৎসাও চলমান ছিল। কিন্তু সে পরিপূর্ণ সেরে উঠছিল না। এই হতাশা থেকেই হয়তো আত্মহত্যা করেছে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।