মো. মঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কলাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবু হানিফা উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি একই ইউনিয়নের কলাদিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে। শুক্রবার (১আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় থানায় দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন আবু হানিফা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার (১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।