১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:০২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি ও যৌন নিপিড়নের বিষয়ে অভিযোগ গ্রহণের নিমিত্ত উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল কদ্দুছ মোমেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব রাখেন। পরে সভায় উপস্থিত সবাই এ বিষয়ে মতামত দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র প্রথম শ্রেনী থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীদের বেলায় বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তের রেজুল্যাশন সব স্কুল-মাদ্রাসায় পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - রামগতি উপজেলা