Sunday, September 24, 2023

পাকুন্দিয়ায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

মো. মনজুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ জীবন মিয়া (৩০) ও আজিজুল (২৪) নামের চক্রের দুই হোতাকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলা কোদালিয়া চৌরাস্তা এলাকা অভিযান চালিয়ে ওই দুই মোটরসাইকেল উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। জীবন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার জালোয়াপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং আজিজুল একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

থানা ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার পুলিশ বুধবার রাতে উপজেলা কোদালিয়া এলাকা থেকে মোটরসাইকেল সহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া জীবন ও আজিজুল মোটরসাইকেল চুরির ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুজন কে  (১১ মে) বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20
সর্বশেষ সংবাদ