মো. মুঞ্জুরুল হক ম্ঞ্জুু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু (পিপিএম সেবা), পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হক, পাকুন্দিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম শহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম এমরান হোসেন ভূঁইয়া প্রমুখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন সার্বক্ষনিক নজর রাখছে। এ সময় সকল ধরনের নিত্যপন্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে জনপ্রতিনিধিসহ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও উপজেলার যেকোন প্রান্তে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স হিসেবে কাজ করছেন বলে তিনি জানান।