মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকি যথাযোগ্য মর্যাদায় পাকুন্দিয়ায় উদযাপন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমালা, কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সংসদ সদস্য এ্যাড. মো. সোহরাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, শামছুদ্দোহা, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উজ্জামান অপু, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝোটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন সহ দলীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
Please follow and like us: