মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সরিষা আবাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বাম্পার ফলের লাভের আশায় হলুদ ফুলের স্বপ্ন বুনছে কৃষক। কম খরচে অল্প পরিশ্রমে লাভ বেশী হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্ত জোড়া মাঠে সরিষা হলুদ ফুলে ছেড়ে গেছে।
কৃষকেরা জানান, আমন উৎপাদনের পর প্রায় ৩ মাস পরে থাকা পতিত জমিতে বাড়তি লাভের আশায় ব্যাপক হারে সরিষা চাষ করছে এখানকার কৃষকেরা। নদ-নদী তীরবর্তী চরাঞ্চলে পলি মিশ্রিত জমি সরিষা চাষের উপযুগী। সেচ, সার ও অন্যান্য খরচ কম হওয়ায় এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়াছে।
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, জমিতে সরিষা রোপন করা থেকে পরিপক্ক হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই মাস। প্রতি বিঘা জমিতে সরিষা চাষের সব মিলিয়ে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। এক বিঘা জমিতে সরিষার উৎপাদন হয় ৫ থেকে ৬ মন। সরিষা উত্তোলন করে বিক্রির টাকা দিয়ে একই জমিতে বোরো ধান আবাদ করবেন চাষিরা। পৌরসদর চরপাকুন্দিয়া গ্রামের কৃষক বোরহান উদ্দিন, হাদিস মিয়া, হারুন অর রশিদ জানান, এবার আমরা আড়াই বিঘা করে সরিষা চাষ করেছি। আবাদ ভাল হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার ভাল লাভ করতে পারবো। পাশাপাশি খাবার তেলের চাহিদাও মিটবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ২০২১ সালে ৪১০ হেক্টর লক্ষ্যমাত্রার মধ্যে অর্জন হয়েছে ৫৩০ হেক্টর। কৃষি প্রনোদনার আওতায় প্রত্যেককে এক কেজি করে ১ হাজার ৬শ ৫০জন কৃষককে বিনামূলে সরিষা বীজ প্রদান করা হয়েছে। আগামী তিন বছরে সরিষার আবাদ ২০২১ সালকে ভিত্তি ব্যয় ৪০% উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে পাকুন্দিয়ায় উপজেলায় গম ও ভুট্টাও আবাদও বৃদ্ধি পেয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নূরে-এ-আলম জানান, সরিষা মূলক একটি তেল ও মসলা জাতীয় ফসল। সরিষার তেলের পুষ্টিগুণ অনেক বেশী। অধিক ফলন পেতে কৃষকদের নানা পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক কৃষকদের সাথে মাঠে যোগাযোগ রাখছেন।