পাকুন্দিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ৮০০শ কোটির পৃথিবী, সকলের সুযোগ পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবস্তু ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাকুন্দিয়া উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২১ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হইতে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শামছুন্নাহার, পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুকুল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী সালেহা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সালাহ উদ্দিন প্রমুখ।
এতে ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরীতে ক্রেষ্ট দেওয়া হয়। এরা হলেন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা সহকারী শামছুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. নূরুল হক, শাহানুর আক্তার, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র জাংগালিয়া।