মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিব, হিসাব সহকারী, কাম-কম্পিউটার অপারেটরগনের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ জুন) সকালে পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম-পরিচালক (উপসচিব) মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার সহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান সদস্য ও সচিব, হিসাব সহকারী, কাম-কম্পিউটার অপারেটরগন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
Please follow and like us: