মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের লগি বৈঠার মাধ্যমে জামায়াত শিবির কর্মীদের পিটিয়ে হত্যার পৈচাশিক জঘণ্য অক্টোবর সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আয়োজনে সোমবার বিকালে আলেকজান্ডার কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর আলেকজান্ডার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা জামায়াতের সেক্রেটারী আলী মূর্তজা, পৌর জামায়াতের সেক্রেটারী গোলাম মাওলা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামগতি শহর শাখার সভাপতি মইনুল ইসলাম প্রমূখ।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
সন্ধায় পৌর আলেকজান্ডার বাজারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে হাসিনা সরকারের লগি বৈঠার সন্ত্রাসের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।