১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ১০:১৮ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার করুণদশা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কোচিং বাণিজ্য, স্কুলে অনুপস্থিত, পাঠদানে অনীহা, গ্রুপিং ও বিভিন্ন সংগঠন তৈরি করে শিক্ষা ব্যবস্থাকে বেহাল দশায় পরিণত করে তুলেছেন কতিপয় শিক্ষকরা। এতে শিক্ষা বিকাশে সন্তানদের ভবিষ্যত নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন অভিবাবকরা।

খোজ নিয়ে জানা যায়, উপজেলার ৯৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে প্রাথমিকের প্রধান শিক্ষকদের দুটি আর সহকারী শিক্ষকদের রয়েছে একটি সংগঠন। প্রধান শিক্ষকদের সংগঠনের একটির নেতৃত্বে আছেন আলেকজান্ডার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার ও চরডাক্তার সপ্রাবি প্রধান শিক্ষক মোশারেফ হোসেন। অন্যদিকে বিবিরহাট স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম ওসমান ও চরহাসান হোসেন স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল সামাদ। আর সহকারী শিক্ষকদের গড়ে তোলা “সহকারী শিক্ষক সমিতি”র নেতৃত্বে রয়েছেন মধ্য আলেকজান্ডার (২) স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েদ ও চরনেয়ামত স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিন উল্যাহ।

এছাড়া ২১ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি নামের একটি সংগঠন। এর সভাপতি হলেন বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সংগঠনের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করে শিক্ষক কর্মচারীদের ২৭ মাসের বকেয়া বেতন নিয়ে করেছেন নানান কারসাজি, স্কুল ফান্ডের টাকা রাখেন তার একাউন্টে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প দিয়ে করেন আর্থিক লুট। স্কুল ফাঁকি দিয়ে বেশীরভাগ সময় থাকেন ঢাকায়। খামখেয়ালী ভাবে কর্মচারীদের করেন বহিস্কার। তার স্কুলের সহকারী শিক্ষকদের বেতন নিয়েও নয়ছয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিপূর্বে তার এসব অনিয়ম লুটপাটের বিরুদ্ধে স্কুলের ৪র্থ শ্রেণীর কর্মচারী কারিমুল হক প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেন। এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে স্বংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে তার অনিয়মের প্রমাণ পান।

সম্প্রতি উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন শিক্ষা ও শিক্ষকদের নানান অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা নিজেদের মধ্যে গ্রুপিং, দলাদলি ও প্রাইভেট কোচিং নিয়ে ব্যস্ত থাকেন। নিয়ন্ত্রণনহীন মনোভাব দেখিয়ে স্কুলে কোন ক্লাসই তারা করেননা। ফলে ক্লাস চলাকালীন সময়ে ছাত্ররা স্কুল গেইটের বিভিন্ন দোকানে, বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। সব মিলিয়ে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এখন হ য ব র ল অবস্থা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকদের মধ্যে এসব গ্রুপিং ও দলাদলি বন্ধে স্বংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকরী উদ্যোগ নিচ্ছেনা।

স্থানীয় অভিভাবক মো. তুহিন জানান, মোশারেফ হোসেনসহ অনেক শিক্ষককে সবসময় অফিস পাড়ায় ঘুরতে দেখা যায়। সারাক্ষণ বিভিন্ন তদবির নিয়ে ব্যস্ত থাকেন। মধ্য আলেকজান্ডার (২) স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েদকে দেখি স্কুল চলাকালীন সময়ে উপজেলা শিক্ষা অফিসার আবু সায়েদ স্বপনকে তার মোটরসাইকেলে নিয়ে ঘুরাঘুরি করছেন। আবু সায়েদ শিক্ষক সমিতির নেতা হওয়ার কারণে কখনো স্কুলে যেতে হয়না। একই স্কুলের আরেক শিক্ষক মো. জাফরও কর্মস্থলে (স্কুল) যান কালেভদ্রে। বিচ্ছিন্ন দ্বীপ চরগজারিয়ার চরসেভেজ স: প্রা: বিদ্যালয়ে ৪জন শিক্ষক নিয়োগ থাকলেও তাদের উপস্থিতি স্কুলের হাজিরা খাতাতেই সীমাবদ্ধ। দক্ষিণ চরআবদুল্যাহ স: প্রা: বিদ্যালয়ে ২জন শিক্ষক সপ্তাহে ২দিন ক্লাস করেন বলে জানান তিনি।

সহকারী শিক্ষক মোমিন উল্যাহ বলেন, স্কুল চলাকালীন আমাদের কোন কর্মসূচী থাকেনা আর আমি কখনো স্কুল কামাই করিনা।

চরডাক্তার প্রাথমিকের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন জানান, যথাযথ কারণ মুভমেন্ট রেজিস্টারে লিপিবদ্ধ করে শুধুমাত্র অফিশিয়াল কাজে উপজেলায় যাওয়া হয়।

বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার জানান, প্রাথমিকের বিষয়ে এসব অভিযোগ শুনে আসলেও মাধ্যমিকের এসকল অনিয়ম নেই।

এসকল বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আবু সায়েদ স্বপন বলেন, গ্রুপিং দলাদলি নিরসনে অচিরেই কার্যকর ব্যবস্থা নেয়া হবে। কোন শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফাঁকির অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন বলেন, কোচিং সারাদেশেই চলছে আর শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও দলাদলি বন্ধে পদক্ষেপ নেয়া হবে। কোন শিক্ষক কর্মস্থল ত্যাগে অবশ্যই তাকে মুভমেন্ট রেজিষ্টার অনূসরণ করতে হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলে রাউতি ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

করোনায় লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলরের মৃত্যু

পাটোয়ারী হাট ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় এবিএম আশরাফ উদ্দিন নিজান

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কমলনগরে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় এবিএম আশরাফ উদ্দিন নিজান

কমলনগরে জাতীয় ভোটার দিবস পালিত

কমলনগর চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার আর বেঁচে নেই

মদনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রামগতিতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

লক্ষ্মীপুরে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত