৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:৩৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে বিনা প্রতিদ্বন্দিতায় বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হাসান মাহমুদ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সমবায় বিভাগের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএলি:) এর চেয়ারম্যান ও ডাইরেক্টর পদের নির্বাচন-২০২৫-এ বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসান মাহমুদ শাপলা।

অফিস সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সমবায় সমিতির লি: এর কার্যকরী কমিটির নির্বাচনে প্রতি তিন বছরের একটি সেশনে প্রাথমিক সমিতির সাধারণ সভ্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পাঁচজন পচিালককে নির্বাচিত হতে হয়। ২০২৫-২৭ অর্থ বছরের জন্য ভোটে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হন হাসান মাহমুদ শাপলা। পরিচালক পদে মো. হেলাল উদ্দিন-চর আলগী ইউপি সদস্য, মো. নাছির উদ্দিন-প্যানেল চেয়ারম্যান চর গাজী ইউপি, মনিরুল ইসলাম খন্দকার, জয়নাল আবেদিন, ডা. নিখিল চন্দ্র দাস ও বিবি রহিমা বেগম সহ পাঁচজনকে পরিচালক নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, শাপলা’র পিতা বীরমুক্তিযোদ্ধা মরহুম গোলাম মাহমুদ জাহাঙ্গীর জীবদ্দশায় তিনিও কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। হাসান মাহমুদ শাপলা এর আগেও তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

হাসান মাহমুদ শাপলা জানান, তফশিল ঘোষনার পর আমার সাথে কোন প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা পর্যদ আমাকে নির্বাচিত ঘোষণা করেছে। আমি সকলকে সাথে নিয়ে চেষ্টা করবো সমবায়ের হারানো গৌরব ও কর্মচাঞ্চল্যতা ফিরিয়ে আনার জন্য।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তফশিল ঘোষণার পর আর কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় হাসান মাহমুদ শাপলাকে চেয়ারমান পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা