মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ভ্রাম্যান আদালতের অভিযানে অবৈধ স’মিল মালিক নয়ন উদ্দিন (৩২) কে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারিক হাকিম।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারিক হাকিম মো. আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেল জরিমানা করেন।
উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স বিহীন অবৈধ করাতকল স্থাপন ও পরিচালনার দায়ে চৌধুরী স’মিলের মালিক নয়নকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সাথে ছিলেন উপজেলা বন কর্মকর্তা আবদুল বাছেত ও রামগতি থানা পুলিশ।
Please follow and like us: