মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম রকি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে আলেকজান্ডার সোনাপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে।
জানাযায় রকি মোটরসাইকেল চালিয়ে আলী আকবর হাজির হাট তাদের নতুন বাড়ী থেকে নোয়াখালী যাওয়ার পথে আলেকজান্ডার সোনাপুর সড়কে হানিফ রোড নামক স্থানে বিপরীত থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এড়াতে রাস্তার পাশ^বর্তী গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
রকি রামগতি পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহে আলম কোম্পানী বাড়ীর মাঈন উদ্দিনের ছেলে।
রাতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রকি ছাত্র যুব সমজের মাঝে শান্ত ছেলে হিসেবে প্রিয় মুখ হওয়াতে তার অকাল মৃত্যুতে সকল মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আ’লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, যুগ্ন আহবায়ক শাহ মো. রাকিব, মো. সোয়াইব হোসেন খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ প্রমূখ নেতৃবৃন্দ।


 
                    







 
                                     
                                     
                                     
                                    








