লক্ষ্মীপুর জাতীয় ইমাম সমিতির জেলা কমিটি গঠন

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরে জাতীয় ইমাম সমিতির ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা নাজির আহমদ।
জানা গেছে, সাবেক সভাপতি মাওলানা ছাইফ উল্লাহ এর মৃত্যু ও কমিটির মেয়াদ শেষ হওয়ায় ০৪-১১-২০২২ইং বাদে আছর তোরাবগঞ্জ জামে মসজিদে ওই মসজিদের খতিব মাওলানা মহসিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলান গিয়াস উদ্দিন, খতীব হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা মাইন উদ্দিন প্রমূখ।
পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাওলানা গিয়াস উদ্দিনকে সভাপতি, মাওলানা আবুল বাশার, মাওলানা শামছুল করিমকে সহ-সভাপতি ও মাওলানা নজির আহমদ কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন মাহমুদুল হাছান আনোয়ার, মাইন উদ্দীন, কামাল উদ্দীন, আলা উদ্দীন, হাফেজ আবুল কাশেম, এছহাক, পাটওয়ারী, নুরনবী, আবদুল হাশিম, আবদুর রহিম, হাফেজ আবদুল বাতেন, শরিফুল ইসলাম, সফিক উল্লাহ, হাফেজ এমরান হোসেন, নিজাম উদ্দিন, মাইন উদ্দীন, আবদুর রব।
উল্লেখ্য যে গত ০৯-০১-২০২৩ইং তারিখ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি উক্ত কমিটির অনুমোদন দেন।