মো. কামাল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে পশুরহাটগুলোর বেচাকেনা। জেলার প্রতিটি পশুরহাটে প্রচুর পরিমানে গরু উঠায় এবং দাম সহনীয় পর্যায়ে থাকায় সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। এছাড়াও দাম ভাল পাওয়ায় বিক্রেতারাও খুশি। জেলার প্রতিটি হাটে কিছু বিদেশী গরুর পাশাপাশি উঠেছে প্রচুর সংখ্যক দেশী গরু। এবার লক্ষ্মীপুরে মাঝারি এবং ছোট দেশী গরুর বিক্রি হচ্ছে বেশী। এছাড়াও এসব বাজারগুলোতে প্রচুর পরিমান ছাগল ও ভেড়া উঠেছে।
জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, জেলায় এবার কোরবানির পশুর চাহিদার তুলনায় পর্যাপ্ত গরু সরবরাহ রয়েছে। লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভায় এ বছর ৬৫টি বাজারে বিক্রি হচ্ছে কোরবানীর পশু, এরমধ্যে স্থায়ী পশুরহাট ১০টি আর অস্থায়ী ৫৫টি। জেলার প্রতিটি হাটেই রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও জালটাকা সনাক্ত করণের মেশিন এবং রয়েছে পশু চিকিৎসক। ক্রেতারা বলছেন গরুর দাম সহনীয়, বাজেটের মধ্যে গরু কিনতে পেরে খুশি তারা।