পরিতোষ দাস, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: রবিবার রাতে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুল হকের (২৭) লাশ নেত্রকোনার আটপাড়ায় গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নেত্রকোনার আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শামসুল হকের ছেলে মনিরুল। তিন ভাই তিন বোন মধ্যে সবার ছোট মনিরুল। তাঁর স্ত্রী তানিয়া আক্তার তন্বী দুই বছরের শিশু সন্তান তাকিকে জড়িয়ে ধরে বিলাপ করছেন। তাঁর বৃদ্ধা মা দেলোয়ারা হক ছেলের শোকে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন। কাঁদছেন মনিরুলের ভাই-বোন,স্বজনেরা। স্বজনেরা মনিরুলের হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বাড়িতে এসে ভিড় করেছেন মনিরুলের শোকাহত পরিবারকে সান্তনা দিতে। অনেকের চোখে জল। খুবই মিশুক ধরনের মনিরুল পরিচিত ও বন্ধু-বান্ধবসহ সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল। সবার প্রিয় এই মানুষটির এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
২০১৬ সালের শেষের দিকে পুলিশের চাকরিতে যোগ দেন মনিরুল। চাকরিতে থাকা অবস্থায় তিন বছর আগে জেলার পূর্বধলা উপজেলায় তানিয়া আক্তার তন্বীকে বিয়ে করেন মনিরুল। মনিরুলের বড় ভাই মাহবুব আলম টিটু পুলিশের একজন সদস্য। তিনি ঢাকা মেট্রো পলিটন পুলিশে কর্মরত।
আটপাড়া থানার ওসি তাওহীদুর রহমান জানান, পুলিশ মনিরুলের পরিবারের পাশে থাকবে সব সময়।