নুরুল হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেহলী পারভীনের আগমন উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমানের সঞ্চালনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন।
বক্তব্য রাখেন হিউম্যান এইড টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি হাসিনা মোর্শেদ, মমতাজ শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান, যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ আলম, সদস্য রফিকুল আলম, সদস্য মো. শফিক জান্নাতুল ফেরদৌসসহ প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক ফরহাদ রহমান বক্তব্যে বলেন সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সঠিক প্রস্তুতি, পরিকল্পনা ও সদস্যদের আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রস্তুতি সভা মূলত নেত্রী সেহলী পারভীনের আগমনকে ঘিরে সকল কার্যক্রমকে আরও সুসংগঠিত করার অংশ। আমি বিশ্বাস করি, আমরা এক দলের মতো কাজ করলে সব কর্মসূচিই সফলভাবে বাস্তবায়ন করতে পারবো। মানবাধিকার প্রতিষ্ঠায় টেকনাফ উপজেলা শাখা সবসময় অগ্রণী ভূমিকায় থাকবে।
সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম বক্তব্যে বলেন মানবাধিকার কর্মকান্ডকে এগিয়ে নিতে আমাদের প্রতিটি সদস্যের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। নেত্রী সেহলী পারভীন কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। তাঁর সফরকে ঘিরে আমরা আগে থেকেই কার্যক্রমগুলোর পরিকল্পনা গ্রহণ করেছি। বিশেষ করে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে যথাযথ মর্যাদায় পালনের জন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
টেকনাফ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম বক্তব্যে বলেন,আজকের এই প্রস্তুতি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীনের আগমন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়—এটি মানবাধিকার আন্দোলনকে আরো শক্তিশালী করার বড় সুযোগ। তাঁর আগমনকে সফল করতে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আশা করি, টেকনাফ উপজেলা শাখা সবসময় মতো এবারও দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং সকল প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করবে।
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বক্তব্যে বলেন জনপ্রিয় মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেহলী পারভীন আগামী ডিসেম্বর মাসে কক্সবাজার ও টেকনাফ সফরে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে হিউম্যান এইড কক্সবাজার জেলা কার্যালয় উদ্বোধন, জেলা কর্মশালা, টেকনাফ উপজেলা কর্মশালা, পেকুয়া উপজেলা শাখার অফিস উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।
তিনি আরো বলেন মানুষের অধিকার রক্ষায় আমাদের আরো বেশি সোচ্চার হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস সফলভাবে পালনের জন্য সকলকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সভায় টেকনাফ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন এবং সেহলী পারভীনের সফরকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা ও প্রস্তুতির অঙ্গীকার ব্যক্ত করেন।


















