২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৩:১৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় যুবক খুন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মো. রামেল মিয়া (২০) নামের এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে। খুন হওয়া যুবক রামেল উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিক ইসলামের ছেলে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চিকিৎসকাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় এলাকায় মাদকসেবিদের বিচারের দাবীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার বাসী সূত্রে জানা যায়, জিনারী গ্রামের কানাবাড়ির সামনে দীর্ঘদিন ধরে তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে নাঈম (২০) ৪ থেকে ৫ মিলে প্রকাশ্যে দিবালোকে গাঁজা সেবন করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় রামেলকে খুন করার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে পূর্ব থেকে ওত পেতে থেকে নাঈম তার দলবল নিয়ে রামেলকে উপযুপরী ছুরিকাঘাত করে। পরে রামেলের ডাক চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, লাশ এখন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা