হোসেনপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আটক করেছে হোসেনপুর থানা পুলিশ। রবিবার(১২মার্চ) সন্ধায় উপজেলার আশুতিয়া নতুন বাজার এলাকা থেকে আসামী ওমর ফারুক (২৬) আটক করেছেন। ওমর ফারুক ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তেলিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার বিবরণে বলেন, শনিবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে ঘাতক ফারুক তার স্ত্রী নাজমা খাতুন (৩৫) কে গাজীপুর মহানগরের পূবাইল থানার করমতলা এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ঘর তালাবদ্ধ করে পালিয়ে হোসেনপুরে এসে আত্মগোপন করে।
এঘটনায় পরদিন রবিবার সকাল ৯টায় নিহতের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তালাবদ্ধ ঘরের জানালা দিয়ে নাজমার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুবাইল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত নাজমা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সানবেকা গ্রামের মাহমুদ আলীর বড় মেয়ে। উভয়েই পূবাইলের তালটিয়া এলাকার ম্যাক্স কম্পোজিট মৌজা কারখানায় চাকরির সুবাধে করমতলার সুমনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এঘটনায় ভিকটিমের পিতা মাহমুদ আলী জানান নাজমার প্রথম স্বামী একটি কন্যা সন্তান রেখে মারা গেলে তিন বছর আগে সে পূবাইলে চলে আসেন; একত্রে চাকুরির সুবাদে প্রেমের সম্পর্কে তাদের বিবাহ হয়। পারিবারিক দ্বন্দ্বে শনিবার (১১মার্চ) সকাল ৭টার দিকে তার মেয়ে নাজমাকে স্বামী ওমর ফারুক কুপিয়ে হত্যা করে বলে পিতা বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) আসামীর আত্মগোপনের বিষয়টি হোসেনপুর থানাধীন আশুতিয়া নতুন বাজার এলাকায় অবস্থানের সংবাদটি হোসেনপুর থানাকে নিশ্চিত করেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু আসামী অবস্থানের সংবাদ পেয়ে তাঁর নেতৃত্বে এএসআই মো. শফিউল্লাহ, এএসআই মো. তুহিন মিয়া অভিযান পরিচালনা করে ঘাতক ওমর ফারুককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আসামীকে রবিবার রাতেই গাজিপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।