সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৪নং চর আলেকজান্ডার ইউনিয়ন মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর ২০২৫খ্রি) বিকেল ৪ ঘটিকায় আলেকজান্ডার ইউনিয়নের লিটন হাওলাদারের বাড়ির দরজায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আলেকজান্ডার ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাজু মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
আলেকজান্ডার ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রুনা আক্তারের সঞ্চলানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি ডা: মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা মহিলা দলের সভাপতি শাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার মুক্তা, সাংগঠনিক সম্পাদক শিরিন শিলা, রামগতি উপজেলার বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আজাদ উদ্দিন ডলার, হাসান মাহমুদ শাপলা, আলেকজান্ডার ইউনিয়ন বিএনপি’র সভাপতি এইচ, এম আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল বাছেত, সাংগঠনিক সম্পাদক এরশাদ পাটওয়ারী, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহরিয়ার হান্নানসহ প্রমূখ।