২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:১৬ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক’ ক্রুজে ভয়াবহ আগুন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২৭, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীপ: কক্সবাজারের নুনিয়াছড়া ফিশারিঘাট এলাকায় সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক’ ক্রুজ শীপে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ৬টা ১৫ মিনিটে জাহাজটি নুনিয়াছড়া ফিশারিঘাট সংলগ্ন এলাকা থেকে বিআইডব্লিউটিএ ঘাটের দিকে আসার সময় জাহাজের একটি অংশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় জাহাজে মোট ১৫ জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে ১৪ জন নিরাপদে বের হতে সক্ষম হলেও একজন ক্রু সদস্য আটকা পড়েন। পরে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধারকারী দল অভিযান চালিয়ে ওই ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করে। শুরু থেকেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি) স্টেশন কক্সবাজারের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে প্রত্যক্ষভাবে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ জাহাজে আগুন দেখতে পেয়ে ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন ক্রু সদস্যের মৃত্যু ছাড়া অন্য কোনো হতাহতের তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকান্ডের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত