১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৪:৩৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরের (বাংলাদেশি) যুবকের সৌদি আরবে মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৫, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:‎ সৌদি আরবে আরিফ আহমেদ রনি (৩০) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় রিয়াদ শহরের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

গত দুই মাস আগে রনি ব্রেইন স্ট্রোক করে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। সে ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের চেয়ারম্যান মৃত: মহি উদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।

‎মৃত: রনির বড় ভাই সাবেক তোরাবগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন জানান, ২০২৩ সালের ৮ আগস্ট রনি চাকুরির উদ্দেশ্যে সৌদি আরব যান। প্রায় দুই বছর রিয়াদ শহরে একটি কোম্পানিতে চাকুরি করছিলেন। গত দুই মাস আগে হঠাৎ রনি ব্রেইন স্ট্রোক করে কিং ফাহাদ হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলো। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আবারো স্ট্রোক করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রনির মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি করছেন তার পরিবার।

সর্বশেষ - কমলনগর উপজেলা