১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ২:৪২ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে অটোরিক্সা চার্জের বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৭, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে আসমা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার চরলরেন্স ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৃহবধূর স্বামী মফিজ উল্যাহ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, মফিজ উল্যাহ রোববার রাতে প্রতিদিনের মতো বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে সংযোগ নিয়ে অটোরিকশার ব্যাটারিতে চার্জের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকাল ৯টার দিকে তার স্ত্রী আসমা বেগম ওই সংযোগটি খুলতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এসময় স্বামী মফিজ দৌঁড়ে স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও তারের সাথে জড়িয়ে পড়েন। পরে প্রতিবেশীরা ছুটে গিয়ে মফিজকে উদ্ধার করতে পারলেও আসমা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে গুরুতর আহতাবস্থায় মফিজকে হাসপাতালে ভর্তি করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা