মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা জামায়াত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪ টা হাজির হাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হাছান আলী হাজী বাড়ি (প্রকাশে) হোন্নার বাপের বাড়িতে মহিলা জামায়াত সমাবেশে বক্তৃতা করেন কমলনগর উপজেলা মহিলা জামায়াত সভানেত্রী জোসনা আক্তার রুমি ও উপজেলা মহিলা জামায়াত নেতৃবৃন্দ।
পর্দার আড়াল থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এ আর এম হাফিজ উল্লাহ, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আকরাম হোসেন, জামায়াত মনোনীত হাজীর হাট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মারজান রুমান, হাজিরা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা আবুল বয়ান প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে বাংলাদেশ জামাতে ইসলামী কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন।