মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পরিবহন শ্রমিক ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় উপজেলার চর লরেন্স বাজারে ইমাম ওলামা ও মসজিদ মিশনের যৌথ আয়োজনে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি লক্ষীপুর জেলা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সাহেব, কমলনগর উপজেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা আরিফ হোসাইন, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ।