২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ২:৫২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ভুলুয়ার জলাবদ্ধতা নিরসনে অভিযান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

মিজানুর রহমান মানিক, বিশেষ প্রতিনিধি, কমলনগর-রামগতি-লক্ষ্মীপুর: অবশেষে জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে স্থানীয় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা শুরু করে। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবৈধ দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অবৈধভাবে দেওয়া বাঁধ ও জাল অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, সেনাবাহিনীর কমান্ড অফিসার ক্যাপ্টেন মেহেদী হাসান সজল, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম, পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুর রহিম প্রমুখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফজুমিয়ার হাট এলাকায় অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, একশ্রেণির অসাধু ব্যক্তির দখলে থাকা মাছ ধরা জাল দিয়ে নদীর পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। নদীর স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করতে আইনিপদক্ষেপের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত রাখবেন। পরে উদ্ধারের বিপুল পরিমাণ জাল প্রকাশ্যে নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উল্লেখ্য, গতবছর এ নদীর অবৈধ দখলের কারণে দীর্ঘ চার মাস ধরে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার লাখ লাখ মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছিল। এদিকে অভিযানটি আরও আগে শুষ্ক মৌসুমে শুরু করার প্রয়োজন ছিল বলে মনে করছেন স্থানীয়রা।

এব্যাপারে স্থানীয় বাসিন্দা এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান বাদি হয়ে একটি রিট আবেদন করলে ভুলুয়া সহ সকল নদী ও খালগুলোর অবৈধ দখল অপসারণের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা